সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে লতিফ বিশ্বাসকে আটক করা হয়। পরে তাকে এনায়েতপুর থানায় নিয়ে গিয়ে হামলার ঘটনায় সমৃদ্ধ আসামি হিসেবে দেখানো হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় লতিফ বিশ্বাসের বিরুদ্ধে এজাহারভুক্ত কোনো অভিযোগ না থাকলেও, তদন্তে তাকে সংশ্লিষ্ট পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় আদালতে পাঠানো হয়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ ওঠে। এতে থানার চার কোটি টাকার ক্ষয়ক্ষতিও হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যেখানে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামি করা হয়।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় লতিফ বিশ্বাসকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে।

 

বার্তাবাজার/এস এইচ