ইন্দোনেশিয়ার এক নারীকে হত্যা করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবলাগান জানান, মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে এমইআরএস ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানানো হয়।

তিনি বলেন, ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী ইন্দোনেশিয়ার ৩৯ বছর বয়সী নাগরিক ছিলেন। আনবলাগান আরও জানান, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে সেরডাং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং সেলাঙ্গর পুলিশ কন্টিনজেন্টের অপরাধ তদন্ত বিভাগের যৌথ অভিযানে মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ২৩ বছর বয়সী একজন বাংলাদেশি, যিনি পুত্রজায়ার প্রেসিন্ট ২০ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত নারী ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন। অভিযুক্ত যুবক ঈর্ষার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। আনবলাগান বলেন, আদালতের অনুমতিতে তাকে শুক্রবার পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারার (হত্যা) অধীনে তদন্ত করা হচ্ছে।

 

বার্তাবাজার/এস এইচ