সুবিধাবঞ্চিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য, বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তার বক্তব্য তিনি আরও বলেন, যাদের কারণে আমরা বেঁচে আছি। যাদের কারণে আমরা উন্নত জীবন ভোগ করছি, যাদের কারণে আমরা শহরের অট্টালিকায় বসবাস করতে পারছি। যাদের কারণে রাস্তার বাতিতে আমরা চলাফেরা করতে পারছি। যাদের কারণে রাস্তায় আমরা যানবাহন নিয়ে চলাচল করতে পারছি। এই সকল শ্রমিকের দিকে যারা তাকায় না তারা শ্রমিকদের বন্ধু হতে পারে না।
সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইয়াছিন মিয়ার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতে সেক্রেটারী নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আ. ন. ম নঈম, উপদেষ্টা,জনাব হাবিবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আলী হায়দার, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এস এইচ