নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কটিয়াদীতে ওয়াকাথন,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে কটিয়াদী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২রা জানুয়ারী (বৃহঃপতিবার ) সকাল ১১ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা।
সমাজসেবা কার্যালয়ের কটিয়াদী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্দ) হাবিবুল্লাহ খান,উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা ইন্জিনিয়ার অন্তু পাল,কটিয়াদী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জালালপুর ইউনিয়নের চেয়্যারম্যান রফিকুল আলম ,সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়্যারম্যান মোঃ মহরম, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক,আশরাফুল ইসলাম রাজন প্রমুখ।
বার্তাবাজার/এস এইচ