পাবনার বেড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে পাবনার কাজিরহাট বাস টার্মিনাল বেড়া ছাত্রদলের আয়োজন এই র‍্যালি ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠান শুরুতেই নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি কাজিরহাট বাস টার্মিনাল চত্বর থেকে পাবনা-কাজিরহাট ঘাটের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পড়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ।

বেড়া ঢালারচর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক মামুন রেজা মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শামসুল রহমান সমেজ, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম সরদার, মেহেদী হাসান মান্নান,আব্দুল বাতেন ফকির,রজব আলী পাট্রাদারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

বার্তাবাজার/এস এইচ