বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

বুধবার বেলা বারোটায় শহরের ভাসানী মিলনায়তনের সামনে এ কর্মসূচির সূচনা হয়। জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে আনন্দ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান রঞ্জন, নূর কায়েম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের ঐতিহ্য তুলে ধরা হয়।

 

বার্তাবাজার/এস এইচ