ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মেদিলা মোড় থেকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি ছুরি ও ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয় । এ সময় ময়মনসিংহ সদরের নওমহল এলাকার ইলিয়াসের ছেলে সিমান্ত (৩০) ও কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার তেবাড়িয়া এলাকার মিটু মিয়ার ছেলে সাকিব হাসান রাসেল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহের বাসিন্দা এমদাদুল হকের টয়োটা প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৩১৫১) গাড়িটি উপজেলার হাজিরবাজার জালালের মোড় থেকে মঙ্গলবার রাত ৩টায় রাস্তা আটকিয়ে ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ সময় গাড়িতে থাকা ড্রাইভার আপনকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবগত করেন। বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করে ভোর রাত সাড়ে পাঁচটায় উপজেলার মেদিলা মোড় থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, প্রাইভেট কারসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের আটক করতে ডিবির সহযোগিতায় অভিযান চলছে।

 

বার্তাবাজার/এস এইচ