বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ করেছে করগাঁও ইউনিয়ন বিএনপি।
সোমবার ৩০ শে ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন আকিল।
করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়্যারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিতি মোঃ রুহুল আমিন আকিল বলেন,আমাদের নেতা আগামীদিনের রাষ্ট্রনায়ক,বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জননেতা,যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ।আমাদের সেই নেতা তারেক রহমান বিগত ১৩ ই জুলাই২০২৩ সালে এই হাসিনা যেই বাংলাদেশ কে একটি সীমাহীন লুটপাট দুর্ণীতির মাধ্যমে তলাবিহীন জুড়িতে পরিনত করেছে,সেই বাংলাদেশ কে আবারো পুর্ণঘটনের তাগিদে, ওনি বাংলাদেশের মানুষের মাঝে, বাংলাদেশের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমাদের মাঝে ৩১ দফা পেশ করেছেন,সেই ৩১ দফাকে আমরা মানুষের মাঝে পৌছে দিতে চাই। তারেক রহমান আগামী দিনে কিভাবে রাষ্ট্র চালাবেন তার নির্দেশনা ৩১ দফার মধ্যে দেওয়া আছে।সময়ের প্রয়োজনে,জাতির প্রয়োজনে আজকে থেকে চল্লিশ বছর আগে ঠিক এমনি করে আমাদের স্বাধীনতার মহান ঘোষক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে এই দেশকে পুর্ণগঠন করেছিলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবানে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, পরিবেশসহ সকল দফা সংযোজন করা আছে ৩১ দফায়।
সমাবেশে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জ্বল হোসেন খান দিলীপ,কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কান্ঞন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,উপজেলা ছাত্রদলের সভাপতি তৌসিবুল হাসিব, করগাঁও ইউনিয়ন বিএনপির সাধাররন সম্পাদক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক আরমান ভূইয়া সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এই সমাবেশ কে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে এক আনন্দময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসমাবেশে এসে জনসভাকে জনসমুদ্রে পরিণত করে।
বার্তাবাজার/এস এইচ