মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করেনি। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে।
শনিবার (৮ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর রাজনীতি করা নিয়ে তিনি বলেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে স্বাধীনতা বিরোধীরা সরাসরি রাজনীতি করতে পারে। এটা আশ্চর্যজনক যে, জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারছে।
রাজনৈতিক দল হিসেবে এখনো নিষিদ্ধ না হওয়ায় জামায়াত চাইলে নির্বাচনে অংশ নিতে পারে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এম আই