মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের উত্তর পাশে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ডিসেম্বর জেলা পুলিশের এই বিশেষ অভিযানটি পরিচালিত হয় ৷ দুপুর ১২ টার দিকে চেকপোস্টে একটি ঢাকাগামী সাদা মাইক্রোবাস ও ৪ ডাকাত আটক করে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেনঃ নোয়াখালী জেলার সুবর্ণচর থানার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ লিটন (৪২), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মৃত ইসহাক মিয়ার ছেলে মোঃ দুলু মিয়া (৩৮), মাদারীপুর জেলার কালকিনি থানার মোঃ মান্নানের ছেলে মোঃ তৈয়ব আলী (৫০) ও মাদারীপুর জেলার কালকিনি থানার মৃত নাজিম আলী হাওলাদারের ছেলে মোঃ কাঞ্চন হাওলাদার (৩৫)।

এই অভিযানে দুইটি লোহার তৈরি রামদা, দুইটি লোহার তৈরি চাপাতি, ২০ হাত রশি ও চারটি অতিরিক্ত গাড়ির নাম্বার প্লেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি করে আসছে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ডাকাতের সঙ্গে মিলে নতুন ডাকাতির পরিকল্পনা করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বার্তাবাজার/এস এইচ