বাংলাদেশে র’ এর সদস্যরা এখনো সক্রিয় ভাবে থেকে দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে বিএনপির কর্মীসভায় একথা বলেন তিনি । শনিবার বিকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন, ভারতের লোকজন আর বাংলাদেশের লোকজনের মধ্যে কোন বিরোধ নাই তবে মোদি ও মোদি সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবেই। তাই সবাইকে সচেতন থাকতে এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। কর্মীসভায় মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, সাবেক ছাত্রদল নেতা এ্যাডভোকেট সুজন, সাবেক সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিহাব সিকদারসহ কয়েক হাজার নেতাকর্মী। কর্মীসভা শেষে শিল্পকলা একাডেমি থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরাইয়া ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বার্তাবাজার/এস এইচ