কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের ৫ দিন পর মোঃ আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খাল থেকে শিশুর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো শিশু আব্দুল্লাহ করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের মোঃ এনার মিয়ার এক মাত্র ছেলে। অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে ছেলের চাচা ও চাচীর কাছে মুক্তিপণের টাকা দাবি করেন।এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জে র্যাবের কোম্পানী কমান্ডার র্যাব-১৪, সিপিসি-২ তে লিখিত অভিযোগ ও করা হয়।
নিহত শিশু আব্দুল্লাহর মামা মোঃ শফিক ভূঁইয়া জানান, আমার ভাগিনা মোঃ আব্দুল্লাহ সোমবার বাড়ির সামনে বল খেলার সময় হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ চারিপাশে খোঁজা খোঁজি করে না পেয়ে বিষয়টি থানায় অবহিত করা হয়। অপহরণকারীদের মধ্যে ১জন নিহত শিশু আব্দুল্লাহর চাচা ও চাচীকে ফোন করে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেন। ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে তারা বিকাশে ৩২ হাজার টাকা দিয়ে ও ফেরত পাইনি শিশু আব্দুল্লাহ কে। এমতাবস্থায় দীর্ঘ ৫ দিন অতিবাহিত হওয়ার পর ২৭ডিসেম্বর শুক্রবার সকালে বাড়ির সামনে খালে অর্ধগলিত অবস্থায় শিশুর মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে আমরা অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অপহরন ও হত্যায় জড়িত অপরাধীদের ধরতে গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এস এইচ