নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রতিটি গীর্জাগুলো ফুল, রঙ্গিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে মনোরম সাজে। যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব, কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।

দুর্গাপুর উপজেলার পৌর শহরের বিরিশিরি ব্যাপ্টিষ্ট মাতৃ মন্ডলী ও উৎরাইল ধর্মপল্লী গীর্জাতে বুধবার সকাল থেকেই দেখা গেছে উৎসবের আমেজ। এ দিন উপভোগ করতে সকল ধর্মের নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল গীর্জা চত্বর। ধর্মীয় সকল রীতি নীতি মেনে প্রধান পালক রেভারেন্ড আশীষ রেমার পরিচালনায় উৎসবে যোগদেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সকাল ৯টায় শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা বক্তব্য, প্রভু যিশুর স্মরণে গানের মধ্য দিয়ে গীর্জায় শুরু হয় বড়দিনের অনুষ্ঠান। ঈশ্বরের কাছে দেশ ও দেশের সকল জাতির শান্তি কামনায় প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়। প্রার্থনা শেষ কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ হয় । দুপুরে বাড়িতে বাড়িতে চলে প্রীতিভোজের আয়োজন ।

খ্রিষ্ট ধর্মাবলম্বীরা জানান,‘বড়দিন আমাদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের দিনে আমাদের প্রার্থনা হলো, পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করি।’ উপজেলার বিজয়পুর, গোপালপুর, ফারংপাড়া, লক্ষীপুর বারোমারিসহ ছোট বড়, ব্যাক্তিগত প্রায় ৭২ টি গীর্জায় এ উৎসব পালিত হচ্ছে। দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান,বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ