রাজধানীর দক্ষিণ খানের উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজ মাঠে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে দক্ষিনখান থানাধীন ৪৮নং ওয়ার্ড যুবদলের এ কর্মী সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

দক্ষিন খান থানাধীন ৪৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোশারফ হোসেন ফাহিমের সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ , প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগ উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, ঢাকা মহানগ উত্তর যুবদলর যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, দক্ষিনখান থানা যুবদলের সাবেক সভাপতি শেক আব্দুল রাসেল , দক্ষিনখান থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ আলম মিঠু ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন- এটা শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া এবং তারক রহমানের সংগঠন। তাদের হাতকে শক্তিশালী করতে যুবদলের কর্মীদের সক্রীয় হয়ে কাজ করতে হবে।সব ধরনের অপশক্তির মোকবেলা করতে হবে বলে আহ্বান করেন। এ সংগঠন কখনো বিশৃঙ্খলা করে না,তাই সবাইকে ধৈর্যের সঙ্গে কর্মী সভার আলোচনা শোনার কথাও বলেন তিনি। এক পর্যায়ে উক্ত কর্মীসভা প্রাঙ্গণ “শ্লোগানে শ্লোগানে” মুখরিত হয়ে উঠে।

 

বার্তাবাজার/এস এইচ