পটুয়াখালীর কলাপাড়ায় ১৫‘শ কৃষক পেল বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং ৭‘শ কৃষক পেল নারিকেল চারা।

শুক্রবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে স্থানীয় কৃষকদের মাঝে সরকারী এ প্রনোদনা বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির প্রমূখ। সুবিধাভোগী কৃষকরা এসময় উপস্থিত থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলাপাড়া কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, ২০২২-২৩ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমী আমন ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০০ কৃষকের মাঝে বিআর-২৩, বিরিধান ৪৯, ৫২, ৭৫, ৮৭, ৯৩ প্রজাতির ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং ৭০০ কৃষককে ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়। সরকার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে, খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের এ কৃষি প্রনোদনা দিয়ে আসছে। আর কৃষি বিভাগ সরকারের এ মহতী উদ্দোগ সফল করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছে।

বার্তাবাজার/এম আই