ফুলপুরে পরিবেশ ছাড়পত্র বিহীন দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর এবং ফুলপুর ইউনিয়নের আলোকদি এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা দু’টি হলো উপজেলার ইমাদপুর এলাকার নাহিদ ব্রিকস ও আলোকদি এলাকার যমুনা ব্রিকস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বার্তাবাজার কে জানান,‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ অমান্য করায় দুটি ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এছাড়া তাদের সতর্ক করা হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এস এইচ