বাজার স্থিতিশীল রাখতে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার (২১ ডিসেম্বর) সিরাজগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সরকারের পদক্ষেপ আলী ইমাম মজুমদার জানান, বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ওএমএস কর্মসূচি, ভিজিডিসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে ধান-চাল সরবরাহ করা হবে। এভাবে বাজারের অস্থিরতা মোকাবিলা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষক ও মিলারদের লোকসান এড়াতে উৎপাদন খরচের সঙ্গে কিছু লাভ যুক্ত করে সরকার ধান-চালের মূল্য নির্ধারণ করেছে। আগামী মৌসুমে এ দাম পুনরায় সমন্বয় করা হবে। রাজশাহী বিভাগে সংগ্রহের অগ্রগতি খাদ্য উপদেষ্টা রাজশাহী ও রংপুর বিভাগকে দেশের খাদ্য শস্যের ভাণ্ডার উল্লেখ করে বলেন, এই অঞ্চল থেকে সারাদেশে শস্য সরবরাহ করা হয়।
রাজশাহী বিভাগের ৮ জেলায় এবারের সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে , চাল: ৯২,৭২৯ টন, ধান: ৫৩,৩৫৯ টন, আতব চাল: ১৩,৯৫০ টনবর্তমানে ৮ জেলার সংগ্রহ অগ্রগতি লক্ষ্যমাত্রার ৩০ শতাংশে পৌঁছেছে। এ পর্যন্ত ২৮,০৫৫ টন চাল ও ২০৬ টন ধান সংগ্রহ করা হয়েছে।
সভার বিস্তারিত সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফারুক হোসেন। সভায় খাদ্য বিভাগের কর্মকর্তারা এ মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার করেন।
বার্তাবাজার/এস এইচ