কুমিল্লা থেকে চুরি যাওয়া একটি ট্রাক সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে রানা মিয়া (৩৫) নামে এক চালককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে হাটিকুমরুল গোলচত্বরের কাছে মায়ের আঁচল হোটেলের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, গত ১৭ ডিসেম্বর সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুমিল্লার উদ্দেশে যাত্রা করে। পরদিন কুমিল্লার ইপিজেড এলাকায় পাথর আনলোডের পর ট্রাকচালক নগদ ৬২ হাজার টাকা ভাড়া নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। মালিকের পক্ষ থেকে চালক ও ট্রাকের খোঁজ চালানো হলেও কোনো খবর মেলেনি।
অবশেষে, মালিক মশিউর রহমান লালমনিরহাট জেলার সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটি বর্তমানে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।
বার্তাবাজার/এস এইচ