টুঙ্গির ইজতেমা ময়দানে গভীর রাতে শুয়াঈ নিজাম অনুসারীদের উপর হামলা ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সাদপন্থিদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা। এসময় বক্তারা বলেন, কিছু কুচক্রী মহল মুসলমানদের বিভক্তি করার জন্য কাজ করছে। তবে আমরা কাউকে আঘাত করবো না। যারা এই নৃশংস হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবী জানাই।
এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তাবলীগ জামায়াতের মাওলানা আবু তাহের, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, জেলা জমিয়াতুল ওলামা ইসলামের সভাপতি মোঃ আব্দুল হক কাওসারী প্রমুখ।
বার্তাবাজার/এস এইচ