টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সা’দ পন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও সা’দ পন্থীদের নিষিদ্ধকরণের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভালুকার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরএলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সৃতিসৌধ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ১৮ ডিসেম্বর গভীর রাতে সা’দ পন্থীদের হামলায় যে ৪ জন শহীদ হয়েছেন তাদের ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। দোষীদের বিচারের দাবী জানিয়ে তিন দফা কর্মসূচি ঘোষণাও করেন তারা। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বার্তাবাজার/এস এইচ