রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ডিএমপি বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ এক প্রেস রিলিজে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাওলা এলাকায় নতুন নির্মিত স্টিলের পদচারী–সেতুর নিচে পাকা রাস্তার ওপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই প্রেস রিলিজে ।

 

বার্তাবাজার/এস এইচ