ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক ও তার সহযোগীদের উপর হামলা করেছে সদ্য সাবেক কমিটির নেতারা। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমানের উপর লাঠির বারি ও কিল-ঘুষি দিলে তিনি তিতাস নদীর পানিতে নেমে যান। তবে সাথে থাকা বিশাল (২৮) নামের এক কর্মী গুরুতর আহত হয়।
জানা যায়, গত ৮জুন মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শাহীনুর রহমানকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। এরপরই ফুসে উঠে সদ্য সাবেক কমিটির নেতারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষও হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান ও বিশাল শেখ হাসিনা সড়কে ঘুরতে গেলে সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়ার নেতৃত্বে হামলা হয়।
এদিকে হামলার ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়াকে দলের সব ধরণের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে গিয়ে পুলিশ পায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বার্তা বাজার/জে আই