স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যভ্যাস চর্চা নিশ্চিত করতে ডিএসকের উদ্যোগে “ইমপ্লিমেন্টেশন অব ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াশ প্রকল্পের” অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পটি ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।

সভায় প্রকল্পটির আওতায় উখিয়ার সবক’টি ইউনিয়নে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও গ্রাম পর্যায়ে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়। এসডিজি গোল – ৩ এবং ৬ অর্জনে এই প্রকল্পের কার্যক্রম কীভাবে সহায়ক হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রন্জন কুমার বড়ুয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, ইউনিসেফ ওয়াশ স্প্যাশালিস্ট জাহিদুল মামুন এবং ইউএনডিপির কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আকবর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (অ্যাকাডেমিক) সুপারভাইজার বদরুল আলম, সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম কাওছার আহমেদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ, অনলাইন প্রেসক্লাব উখিয়ার সভাপতি শফিক আজাদ। এছাড়াও শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি প্রতিনিধিসহ ডিএসকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ওয়াশ সেক্টরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় উখিয়ার ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন অবস্থার চিত্র নির্দিষ্ট লিংকে অনলাইনে পাওয়া যাবে যা নতুন প্রকল্প গ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে বলেও জানানো হয়।

 

বার্তাবাজার/এস এইচ