ফুলপুর উপজেলার বালিয়ার চিহ্নিত দুর্বৃত্ত্বচক্র চাঁদার দাবীতে ফুলবাড়িয়ার ভাড়াটিয়া বেকু আটক ও ড্রাইভার কে মারধোর করে ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে,বালিয়া ইউনিয়নের আন্ধারচরে বোর ক্ষেতে কাজ করতে ফুলবাড়িয়ার জনৈক লিয়াকত আলীর একটি বেকু ভাড়ায় আনে বেকু ড্রাইভার শ্রী মনির।১৫ ডিসেম্বর বিকাল অনুমান ৪টায় কাইচাপুরের ফরহাদ এবং বিলাসাটির চিহ্নিত চাঁদাবাজ আওয়ামী পান্ডা শাকিল খানের নেতৃত্বে কৃতক দুর্বৃত্ত্ব আন্ধার চর ক্ষেতে কাজ করা কালীন বেকু ড্রাইভারকে মারধর করে মবিল,ডিজেল সহ ৪৫ হাজার টাকার মালামাল সহ বেকুর চাবি নিয়ে যায়।

ফুলপুর থানায় চাঁদা দাবীর লিখিত অভিযোগ পেয়ে আজ বিকালে এসআই জিয়া উদ্দিন ঘটনাস্থল থেকে কৌশলে বেকুটি উদ্ধার করলেও এজাহার নামীয় আসামীরা দারোগার সামনেই মামলায় মানিত স্বাক্ষী সহ নিরীহ এলাকাবাসীকে প্রকাশ্যে খুন জখমের হুমকি দেয় বলে এলাকাবাসীরা বার্তাবাজার প্রতিনিধিকে জানান।

উল্লেখ্য, ইতিপূর্বেও এ চক্রটি এলাকায় একাধিক অপরাধ কর্মকান্ড করলেও বিএনপির স্থানীয় নেতাদের নাম ভাঙিয়ে তা ধামাচাপা দেয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তারাকান্দা আর্মি ক্যাম্পেও লিখিত অভিযোগ করেছে বলে বেকু ড্রাইভার শ্রী মনির বার্তাবাজারকে জানান।

 

বার্তাবাজার/এস এইচ