আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে সম্ভাবনা উঁকি দিচ্ছিল দুর্দান্ত এক রেকর্ড গড়ার। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে বৃষ্টির কাছে। দ্বিতীয় ওয়ানডেতেও আছে সেই শঙ্কা।
সব শঙ্কাকে পাশ কাটিয়ে নতুন অধিনায়কের নেতৃত্বে সিরিজে ফেরার মিশনে দুপুরে মাঠে নামছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের কাছে ম্যাচটি এখন বাঁচা মরার লড়াইয়ের মতো। কেননা ইতোমধ্যেই ১-০ তে সিরিজ লিড করছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে জিতলে ঘরের মাঠে চলতি বছরের প্রথম ওয়ানডে সিরিজ হারাবে লাল সবুজের প্রতিনিধিরা।
সেই সব শঙ্কাকে পাশ কাটিয়ে বাংলাদেশ সিরিজে ফিরবে এমনটাই আশাবাদী জাতীয় দলের তরুণ টপ অর্ডার তৌহিদ হৃদয়ের।
হৃদয় বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবো। আমি মনে করি, প্রথম ওয়ানডেতে আমরা কিছু ভুল করেছি এবং আমরা যদি ভুলগুলো শুধরে নিতে পারি তবে দ্বিতীয় ম্যাচে জিততে না পারার কোন কারণ নেই।’
এদিকে দল দ্বিতীয় ওয়ানডেতে সার্ভিস পাবে না নিয়মিত অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের। আর তামিমের না থাকাটা নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদি।
শাহিদি বলেন, ‘অবশ্যই তামিম বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সে এর আগেও অনেক ভালো খেলেছে। তার অভিজ্ঞতাও অনেক বেশি। বিশেষ করে সে এই ফরম্যাটে (ওয়ানডে) দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। তার অনুপস্থিতি আমাদের জন্য ভালো সুযোগ। সামনের ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব।’
তামিম নেই বলে সিরিজের মাঝপথে চট্টগ্রাম উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রনি তালুকদারকে। দ্বিতীয় ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে তামিমের পরিবর্তে রনি বা নাঈমকে দেখা যেতে পারে লিটনের সঙ্গী হিসেবে।
সাগরিকার ঘাসের উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিং নেয়া দল বেশ সাপোর্ট পাবে উইকেটের কাছ থেকে। তাই টসে জিতে বোলিং নিলে জয়ের পথে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ।
২০১৪ সালের নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ড বাদে অন্য কোন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ওয়ানডে সিরিজ হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে যদি বাংলাদেশ হোঁচট খায় তাহলে ইতিহাসে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ পাবে বাংলাদেশ।
এখন দেখার বিষয় খাদেরে কিনারা থেকে কি ফেরা সম্ভব হয় বাংলাদেশের? নাকি পা হড়কে গড়বে লজ্জার রেকর্ড?
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ/রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
বার্তা বাজার/জে আই