সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মধ্য ভদ্রঘাট পলাশডাঙ্গা যুব শিবিরের উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে পলাশডাঙ্গা যুব শিবির প্রাঙ্গণে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশডাঙ্গা যুব শিবিরের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ সরকার৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপি’র সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ জেলা জজ কোর্ট এর পিপি মোঃ আব্দুর রফিক সরকার, কামারখন্দ উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মির্জা আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন৷
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন৷ পাশাপাশি আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধাদের সাথে বৈষম্য, বিএনপিকে সভা সমাবেশ করতে না দেওয়ার তীব্র সমালোচনা করেন৷ আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীর সন্তান, মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়৷
বার্তাবাজার/এস এইচ