ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ বিজয় স্তম্ভে তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাভরে ফুলপুর বাসী স্মরণ করে বীর শহীদদের।

সকালে ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা সহ কর্মকর্তাগণ। এরপর একে একে বিজয় স্তম্ভে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা,ফুলপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-শিক্ষক,রাজনৈতিক দল বিএনপি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিনটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে দিনব্যাপী বিজয় মেলা,মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ