মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আশুলিয়া প্রেসক্লাব। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় শহিদ বেদীতে প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সদস্যগণ।
পুষ্পস্তবক অর্পণের পর সকলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, গণমাধ্যমকে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। আজকের এই দিনে, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের একতাবদ্ধ থাকতে হবে।
আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখতে হবে। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের এই স্বাধীনতা। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অবদানও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন কালে এসময় সাংবাদিক মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন, মো: আল মামুন খান, জাহাঙ্গীর হোসেন সাগর, ফয়জুল ইসলাম, এস আর জয়, ইমদাদুল হক প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এস এইচ