ময়মনসিংহের ভালুকায় উপজেলার রাংচাপড়া গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে আশিকুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত বাড়ির মালিককে বেধে মারপিট করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে সংবাদ পাওয়া গেছে।

আহত বাড়ির মালিক কে এলাকা বাসি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ খবর পেয়ে এ ঘটনায় থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।

আহত বাড়ির মালিক আশিকুর রহমান জানান,শনিবার ভোর রাত চারটার দিকে তার বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে প্রথমে টাকা পয়সা দাবী করে না দিলে তাকে বেধে চাপাতি দিয়ে কুপায়ে জখম করে এ সময় তার স্রীর ছয় ভরি স্বর্নের গহনা ও নগত ২৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময় ডাকাত দল নিজ তলার ভাড়াটিয়া শাহাবুদ্দিনের মাথায় অস্ত্র ঠেকিয়ে তার স্রীর ও মেয়ের গলার চেইন ও ল্যাপটপ নিয়ে যায়।

ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক জানান, খবর পেয়ে দেখতে আসছি এ রকম ঘটনা আমাদের এলাকায় ঘটেনি কোন দিন, দোষীদের খুজে বের করতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

 

বার্তাবাজার/এস এইচ