কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ উসমান গনি, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল হোসেন,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়্যাম্যান মো: রফিকুল ইসলাম রফিক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মোঃ ইসরাফিল মিয়া,কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মো: মাহবুবুল আলম মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো ও কটিয়াদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ আব্দুল কাদির।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আজিজুল হকের সন্ঝালনায় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বার্তাবাজার/এস এইচ