বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সীডষ্টোর বাজার সমলা তাহের উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রিয়াজউদ্দিন রিয়াজ। হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক, মনিরুজ্জামান খান মনির সভাপতিত্ব করেন। হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা কৃষকদলের সম্মানিত সদস্য মোঃ হাফিজউদ্দীন সরকারের সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট কাজী রৌশন দিল আফরোজ প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি কৃষিবিদ মুসা তালুকদার চমক। সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আসিফ মাহমুদ । ঢাকা বিভাগ ও সদস্য সচিব দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাজিমুদ্দিন খান নাজিম সাবেক যুগ্ম আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ব্যারিস্টার আবুল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু সদস্য সচিব মেজবাহউদ্দিন মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর বুলবুল, পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুলসহ অন্যান্য যুগ্ন আহ্বায়কও সদস্যবৃন্দ ও হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে হবিরবাড়ি ইউনিয়ন কৃষক দল সার্বিক তত্ত্বাবধানে৷ হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা কৃষকদলের সম্মানিত সদস্য হাফিজ উদ্দিন সরকার।

 

বার্তাবাজার/এস এইচ