কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ সিএনজি চালককে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত সিএনজি। ধৃত ব্যক্তি উখিয়া উপজেলার মরিচ্যা হালুকিয়া এলাকার আবুল খাইরের ছেলে শাহাব উদ্দীন (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং সড়ক তল্লাশী চৌকিতে তিল্লাশী চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।
তিনি জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন এক তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সড়ক তল্লাশী চৌকি গুলোতে যানবাহনে নজরদারী বৃদ্ধি করা হয়। দুপুর ২ টার দিকে মরিচ্যাগামী সন্দেহজনক একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌছালে চালকের স্বীকারোক্তি মতে সিএনজির সামনের গ্লাসের উপরে বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় ৯ হাজার ৮’শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে দ্বায়ে চালককে আটক করে সিএনজিটি জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তাবাজার/এস এইচ