আবারও ফুঁসে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরও কিছু দাবি-দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করেছেন আশুলিয়ার বৃহৎ কয়েকটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি কারখানা এবং আরো ছয়টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অশান্ত এই পরিস্থিতিতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জল কামান। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েও অন্তত ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে শুরু করেন কর্ম বিরতি। হাজিরা নিশ্চিত করে বিভিন্ন কারখানায় ১ থেকে ২ ঘণ্টা অবস্থান করে তারা বেরিয়ে যান। এমন পরিস্থিতিতে নিউ এইজের তিনটা কারখানা, বান্দো ডিজাইন, মেডলার অ্যাপারেলস ও শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও চলমান অস্থিরতার কারণে নাসা গ্রুপের একাধিক কারখানা সহ ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বাৎসরিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ,নিন্মতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বার্তাবাজার/এস এইচ