ময়মনসিংহের ভালুকায় ফ্যানে ঝুলন্ত স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
১১ ডিসেম্বর (বুধবার) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া ও কাশর চৌরাস্তা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির মরদেহগুলো উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে ডুবালিয়াপাড়া এলাকা থেকে সাগর ও নূপুরের একই সিলিং ফ্যানে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে চাকরি করতেন। পরে একই এলাকায় কাশর চৌরাস্তা এলাকা থেকে সোনালী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সকলেই ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। তিনি আরও জানান, সোনালী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন, দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর (২৪) ও তার স্ত্রী নেত্রকোনার মদন থানার মশিউর রহমানের মেয়ে রেহেনা আক্তার নূপুর (২২) এবং কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার (১৮)।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এস এইচ