ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বাংলাদেশের হাইকমিশন ভাংচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে শূন্য রেখার কাছে স্থলবন্দর মাঠে এই লং মার্চ অনুষ্ঠিত হয়। এর আগে, সকাল ৮টায় রাজধানীর নয়া পল্টন থেকে লং মার্চ শুরু হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সভাপতি আবুল মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোন প্রভূ নেই, আমরা প্রতিবেশী হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে শ্রদ্ধা করি।
তিনি বলেন, একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই রাষ্ট্রের। ভারতীয় কর্তৃপক্ষ সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘এ দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। এদেশের মানুষ ভারতের আগ্রাাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ। আবার যদি পতাকা অবমাননা হয় তাহলে আমরা এর কঠোর জবাব দিবো।
বার্তাবাজার/এস এইচ