কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাসের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি চালক কালাম মিয়া (৪২) ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। নিহত সিএনজি যাত্রী আবু আল হেলাল (৪৯) রামদি ইউনিয়নের বালুচর গ্রামের মোঃ ইনসাফ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে ছেড়ে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০৩২৭) এবং ভৈরব থেকে ছেড়ে আসা সিএনজি সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক সহ ২জন নিহত হয়। এছাড়াও আহত দুজনকে স্হানীয়রা উদ্ধার করে বাজিতপুরের, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পোঁছে লাশ দুটো থানায় নিয়ে আসি। সিএনজি ও মাইক্রোবাসটি আটক করে নিয়ে আসা হয়েছে। লাশগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এস এইচ