ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে কোটি টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের কাপড়, সিগারেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।

মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টিম এসব অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেন।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টিম। এসময় ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার চশমা- ৬,৮৮০ পিস, উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ী- ১৩৭ পিস, উন্নতমানের বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী- ৯৩৬ পিস, ভারতীয় Kaveri মেহেদী- ৪,৩২০ পিস, ভারতীয় Mond সিগারেট- ৯,৬০০ পিস এবং American Cau Chocolate- ১,৪৮০ পিস জব্দ করা হয়।

যার বাজার মূল্য ১,০৩,৫৪,৮০০/- (এক কোটি তিন লাখ চুয়ান্ন হাজার আটশত) টাকা। । পরে জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।

 

বার্তাবাজার/এস এইচ