বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে হাতিয়ার কৃতি সন্তান শাহারাজ উদ্দিন। কেন্দ্রীয় ছাত্র সংসদে রাজনীতি ও প্রশিক্ষণ সম্পাদক পদে তাকে নির্বাচিত করা হয়।

রবিবার (৮ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।শাহারাজ উদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। সে ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাস্টার্সে অধ্যায়নরত। ছোট বেলা থেকে তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতেন। সব সময় অন্যায় অপরাধের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন। হাতিয়ার বিভিন্ন বিষয় নিয়ে স্যোসাল মিডিয়ায় লেখা লেখি করতেন।

শাহারাজ উদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গতানুগতিক ধারার ছাত্র রাজনীতির বাহিরে একটি লেজুড়বৃত্তি মুক্ত স্বাধীন ছাত্র সংগঠন। ছাত্র রাজনীতির ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারন সম্পাদক আমাকে যোগ্য মনে করেছেন বলেই রাজনীতি ও প্রশিক্ষণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। সংগঠনের স্বার্থে আমাকে যেখানেই সুযোগ দেওয়া হবে আমি সেখানেই কার্যক্রম পরিচালনা করবো এবং আগামীতে কলেজে ছাত্র সংসদ নির্বাচন সহ সাধারন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আছি থাকবো।

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাহারাজ বলেন, বর্তমান সরকার একটি সাধারন শিক্ষার্থীবান্ধব সরকার তাই সকলকে বলবো আপনারা আপনাদের সকল যৌক্তিক দাবি গুলো দায়িত্বশীলদের মাধ্যমে আদায় করার চেষ্টা করবেন। হঠাৎ কোন কিছু করার আগে কলেজের সিনিয়র ভাইদের পরামর্শ নিবেন যেনো কোনভাবেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সুযোগ না পায়। পড়াশোনা বিকল্প নেই সাথে বিভিন্ন কারিকুলাম একটিভিটিতে সাধারন শিক্ষার্থীদের যুক্ত থাকতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে আমাদের ছাত্রসমাজকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিয়মিত ক্যাম্পাসে আসা এবং পড়াশোনা করা পাশাপাশি সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে রাজনৈতিক সচেতন হওয়া। এ ক্ষেত্রে আমাদের ছাত্র অধিকার পরিষদ সহ যে কোন ছাত্র সংগঠনে যুক্ত হয়ে ছাত্র রাজনীতির চর্চা করতে পারেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ব্যাতীত।

তিনি আরো বলেন, হাতিয়ার মানুষের উন্নয়ন মুলুক কর্মকাণ্ড দলমত নির্বিশেষে সবাই কে ঐক্যমত গড়ে তুলতে হবে। যাতে আগামী দিনে মোহাম্মদ আলীর মতো কেউ এসে হাতিয়ার মানুষ কে জিম্মি না করতে পারে। হাতিয়া আমাদের জন্মভূমি আমরা আমাদের জন্মভূমি, ব্যক্তিগত স্বার্থ এবং প্রভাব বিস্তার বন্ধ করে সংঘবদ্ধ ভাবে হাতিয়া গড়ার লক্ষ্যে ঐক্যমত গড়ে তুলতে হবে।

 

বার্তাবাজার/এস এইচ