কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ (ডিএনসি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ সোমবার দুপুরে পৌর শহরের কুলাল পাড়া ৯ নং ওয়ার্ডের আলমগীরের বসতবাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে, টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকায় মো. আলমগীর এর বসতঘরে অভিযান চালিয়ে শয়নকক্ষে ট্রাভেল ব্যাগে রাখা ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসির উপস্থিতি টের পেয়ে আলমগীর পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনায় কুলালপাড়ার মুজাফফর আহমদের ছেলে মো. আলমগীরকে (৩৯) পলাতক আসামী উল্লেখ করে টেকনাফ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

 

বার্তাবাজার/এস এইচ