টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ টি নতুন সড়ক নির্মাণ কাজে অনুমোদন দেয়া হয়েছে।

এতে ১৩ কোটি ১৫ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে দুই উপজেলার যাতায়াত ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে আশা এলাকাবাসীর। বরাদ্দের ব্যাপারে টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু বলেন, দুটি উপজেলার মোট ১৩ টি সড়ক উন্নয়নে অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে এসব সড়কে কাজ শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। নাগরপুর-দেলদুয়ারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, গত (৫জুন) সোমবার নাগরপুর উপজেলায় ২টি ও দেলদুয়ার উপজেলায় পর্যায়ক্রমে ১৩টি সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বার্তাবাজার/রাহা