আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, ঢাকা-১৭ আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হবো। শুক্রবার (৭ জুলাই) আসনটিতে নির্বাচনি প্রচারণাকালে তিনি এমন আশা প্রকাশ করেন।

জনগণের আমার প্রতি একটা বিশ্বাস আছে উল্লেখ করে হিরো আলম বলেন, ৮-১০ জনের মতো গম চোর, আটা চোর হবে না। হিরো আলম সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। তাদের সুখে-দুখে পাশে দাঁড়াবে।

তিনি বলেন, আপনারা জানেন নির্বাচনি প্রচারণার প্রথম দিন পরিবেশ বেশ খারাপ ছিল। তবে গতকাল (বৃহস্পতিবার) আমরা প্রচারণা করেছি, পরিবেশ ভালো ছিল। আজকেও (শুক্রবার) পরিবেশ মোটামুটি ভালো।

আপনাকে জনগণ কেন ভোট দেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, আমাকে জনগণ ভোট দেবে কারণ আমি কোনো ‘ব্যাংক ডাকাত’ না। আমার কোনো মামলা নেই। হিরো আলম গরিবের হক মেরে খাবে না। সবকিছু মিলিয়ে হিরো আলমকে জনগণ ভোট দেবে।

ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর থেকে রাজনীতির মাঠে আসা হিরো আলম এ সময় অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারণার প্রথম দিন আমার কর্মীর ওপর ‘হামলা’ চালোনোর পর আমি নির্বাচন কমিশন এবং বনানী থানায় জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ‘ব্যবস্থা নেইনি’ তারা। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন ‘বিষয়টি চেপে যাচ্ছে’।

বার্তাবাজার/এম আই