কুমিল্লায় পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কুমিল্লার একটি চৌকস টিম (০৬ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যা ০৬:৪৫ মিনিটের সময় কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতুপা সড়কের উপর ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী জয়নাল আবেদীন কোতোয়ালি থানার নুরপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে। আসামী জয়নাল আবেদীনের পূর্বের তিনটি মাদক মামলা রয়েছে।
অপর একটি অভিযানে ০৭:২০ মিনিটের সময় কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতুপা এলাকা হতে ২৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মঞ্জিল মিয়া (৭৪)কে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামী মঞ্জিল মিয়া কোতোয়ালি থানার সংরাইশ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে ও আসামী ফাহিম হোসেন (১৯) কোতয়ালী থানার সরাইল (দক্ষিণপাড়া)গ্রামের আবুল হোসেন এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা (ডিবি)র অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কুমিল্লার অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এস এইচ