সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এরমধ্যে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর ব্যানারে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তর শাখা। এতে উত্তরের সেক্রেটারী রেজাউল করীম নেতৃত্ব দেন।

অন্যদিকে বায়তুল মোকাররমে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত মিছিল করেছে সম্মিলিত ইসলামী দলের আড়ালে। এখানে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে, ছারসিনার দরবারের ছোট পীর জামায়াত নেতা আরিফ বিল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনসহ অসংখ্য জামায়াত- শিবিরের নেতাকর্মী।

বায়তুল মোকাররমের কর্মসুচিকে ঘিরে একাধিক গণমাধ্যম কর্মীকে ফোন করেছে মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন। তিনি জানিয়েছেন, সম্মিলিত ইসলামী দলের বিক্ষোভই জামায়াতের। তাই গণমাধ্যমকর্মীদের কাভার করার অনুরোধ জানিয়েছেন।

অন্যের ব্যানারে কর্মসূচি পালন করায় ক্ষোভ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। অনেকের বক্তব্য, কেন এখন অপ্রকাশ্যে থাকতে হবে।

এদিকে সারাদেশেও বিক্ষোভ করেছে দলটি। দেখা গেছে অনেক জায়গায় নগরবাসীকে ঘুমে রেখে মিছিল শেষ করেছে জামায়াতে ইসলামী। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে লোকশূন্য ছিলো।