নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি মো.বিল্লাল শেখ (৫০) কে ঢাকা গাজীপুর থেকে গত রাতে মেট্রোপলিটনের গাছা থানার অন্তর্গত কুনিয়া তারগাছা এলাকা থেকে ০৪টি গ্রেফতারী পরোয়ানার ছিনতাই করা আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম,শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন। গত,(২৩ নভেম্বর) শনিবার নড়াইল সদর উপজেলার গোবরা এলাকা থেকে বিল্লাল শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যায় আসামির স্বজনরা। আসামি বিল্লাল শেখ সদর উপজেলার গোবরা এলাকায় নওফেল শেখের ছেলে। তার নামে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। (২৩ নভেম্বর) শনিবার বিকালে সদর থানা পুলিশের একটি টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।

আসামিকে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল শেখ, ভাইয়ের ছেলে শাকিল। এসময় আসামি বিল্লাল শেখের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

 

বার্তাবাজার/এস এইচ