কিশোরগঞ্জে ভৈরবে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর কাওয়া বাড়ির ইরাক প্রবাসী রাশিদ মিয়ার বাড়িতে গত ৪জুলাই মঙ্গলবার গভীর রাতে বৃদ্ধা মহিলা আনোয়ারা বেগম (৭০) কে অস্ত্রের ভয় দেখিয়ে এবং গলায় কাপর পেচিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা চালায় ডাকাত দল। ডাকাত দলের সদস্য একই গ্রামের মৃত ছিদ্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪০), জসিম মিয়ার ছেলে সাগর (২৫), মিয়া চান মিয়ার ছেলে হাবিবুর সহ আরো ৭/৮ জন স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন এর বধুনগর কাওয়া বাড়ির ইরাক প্রবাসী রাশিদ মিয়ার এর ঘরে ঢুকে ১০-১২ জনের ডাকাত দল বৃদ্ধা মহিলা আনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭ লাখ ৪২ হাজার টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

এ সময় ডাকাত দল বৃদ্ধা আনোয়ারা বেগমকে মারপিটও করে হুমকি দিয়ে যায়, যদি ডাকাতদলের সদস্যদের নাম প্রকাশ করা হয় তাহলে ঐ বৃদ্ধা মহিলা আনোয়া বেগমকে প্রাণে মেরে ফেলবে। এছাড়াও ভাংচুর করে ঘরের জিনিসপত্র। ডাকাতির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে ভুক্তভোগীরা।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুল আলম বলেন, এঘটনায় ইরাক প্রবাসী রাশিদ মিয়ার ভাই মোক্তার মিয়া আজ শুক্রবার বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বার্তাবাজার/রাহা