পটুয়াখালী জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন এসপি মোঃ আনোয়ার জাহিদ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডামহ নানান অভিমত ও পরামর্শ ব্যাক্ত করেন স্থানীয় সাংবাদিকরা। পরে সাংবাদিকদের অভিমত ও পরামর্শ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এসপি আনোয়ার জাহিদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুলসহ পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন, সাবেক সভাপতি জাকির হোসেন, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এসএইচ