নড়াইল সদর উপজেলার গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলি হয়েছে। এঘটনায় সদর থানা পুলিশ দুইজনকে আটক করেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টা দিকে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম, সন্ধ্যায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোবরা এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন মোল্যা গ্রুপে আধিপত্য বিস্তার চলমান। এ ঘটনায় বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৪ বাউন্ড গুলি ছোড়া হয়। এতে কেউ মারা যায়নি ।

এ ঘটনার পুলিশ দুজনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় উভয়পক্ষের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোয়ায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ