কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) ভোর ৫টার দিকে ক্যাম্প-৮/ওয়েস্টে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মোঃ নজিমুল্লাহ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভোরে রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন জনের মরদেহ উদ্ধার করে। আহত আরো দু’জনকে হাসপাতালে নেওয়ার পরে তারাও মারা যান। নিহতরা সবাই আরসার সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ক্যাম্পের দায়িত্বশীল একটি সুত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিন দিন ক্যাম্প গুলো উত্তপ্ত হয়ে উঠেছে। আইনশৃংখলা বাহিনী আরো কঠোর না হলে আরো হত্যাকান্ড ঘটতে পারে।

মরদেহ গুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানায়, এপিবিএন এর এই কর্মকর্তা।

বার্তাবাজার/রাহা