ভোলা সদর (ভোলা-১) আসনের সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, তার ভাতিজা ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনের বিরুদ্ধে মোঃ আরিফ হোসাইন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এজহার সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবৈধ কারাবন্দি ওকারামুক্তিসহ সারাদেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির আয়োজনে গত ২০১৯ সালের ৫ মার্চ ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ।
এ সময় ভোলার সাবেক এমপি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে আসামিরা প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও বিশেষ অতিথি ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আসামিরা সমাবেশস্থল লক্ষ করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো: হাচনাইন পারভেজ এ মামলার তথ্য বার্তা বাজার’কে নিশ্চিত করেন।
বার্তাবাজার/এসএইচ