সিরাজগঞ্জ পৌর শহরে বাবু শেখ নামের এক বিএনপি নেতাকে যৌথ বাহিনীর অভিযানে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মাসুমপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকের সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮,৮৫০ টাকা জব্দ করা হয়। বাবু শেখ সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুরের দানিজ শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই আল-আমিন জানান, মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

 

বার্তাবাজার/এসএইচ